কলাপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃপটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলাপাড়া উপজেলার গনমাধ্যমকর্মীরা। আজ সোমবার বেলা বারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় শতাধিক সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি রঞ্জনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার জানান। এছাড়া ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসী হামলা হালায় আলোচিত কুয়াকাটার পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামী সোহাগ আকনসহ কালাবাহিনীর সদস্যরা। বর্তমানে মনির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।